সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৩

*****আপনার মোবাইলের Themes এর Picture/tone বের করুন Blue ftp দিয়ে।। [না দেখে মিস্ করবেন না!*****

1আপনাদের মোবাইলে অনেক থিম আছেযাতে খুবই সুন্দর সুন্দর Picture/tone থাকে যা আলাদাভাবে পিকচার অথবা টোন হিসেবে পেতে ইচ্ছা করে। কিন্তু সেই পিকচার/টোন কোথাও পাওয়া যায়না। নেটে সার্চ দিয়েও পাওয়া যায়না। তাদের আর আফসোস করার প্রয়োজন নেই।
আমি আছি না??? :p
এই টিপসটা আমি এর আগে কোথাও কখনও দেখিনি তাই পোষ্টটা করলাম। কেউ যদি আগে কোথাও পোষ্ট করে থাকেন তবে রাগ করবেন না বা এখানে এসে গালাগালি করবেন না। কেননা টিপসটি কারো কাছ থেকে শেখা না,সম্পূর্ণই আমার নিজের থেকে দেওয়া। যাই হোক এবার শুরু করি।
১. প্রথমে যেভাবে আপনি Blue ftp তে প্রবেশ করেন সেভাবে প্রবেশ করুন।
২. মেমরি অথবা ফোনের যেখানে আপনার কাঙ্খিত Theme টি রেখেছেন সেই ফোল্ডারটিতে যেয়ে থিমটিতে যান।
৩. OK প্রেস করুন।
৪. দেখবেন অনেক Jpg, png, mp3, mid ফাইল আছে অথবা এর মধ্যে ২/৩ টা আছে।
৫. Ok প্রেস করে দেখতে থাকুন কোনটা কি? আর পিকচার দেখতে থাকা অবস্থায় অথবা টোন শুনতে থাকা অবস্থায় Back করতে হলে 3 বাটনে প্রেস করুন।
৬. এবার থিমটির ভেতর আপনার যেগুলো পছন্দ হয় সেগুলোর উপর* অথবা # প্রেস করুন। দেখবেন সেগুলো Mark হয়ে গেছে।
৭. 1 বাটনে প্রেস করুন। দেখবেন আপনি থিম থেকে বেরিয়ে এসেছেন।
৮. এবার সাধারণ নিয়মে আপনি যেভাবে Back করেন সেভাবে Back এ এসে আপনার পছন্দের একটি ফোল্ডারে প্রবেশ করুন।
৯. 3 বাটনে চাপ দিন।
উল্লেখ্য যে, যে কয়বার
"Allow application to read data in:....."
লেখাটি দেখাবে, সে কয়বারই আপনি Yes করবেন।
কাহিনী শেষ!
Blue ftp থেকে বেরিয়ে এসে আপনার কাঙ্খিত ফোল্ডারটিতে এসে দেখুন আপনার পছন্দের সেই Picture/tone টি পেয়ে গেছেন।
কষ্ট কইরা আপনাগো লিগা এইডা লিখছি। আপনারাও কষ্ট কইরা এট্টু কমেন্ট কইরেন। তাইলে মনডায় এডু খুশি লাগব.....

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন