সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৩

*****বাংলাদেশে অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের প্রিমিয়াম রিসেলার এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড ধানমন্ডিতে অ্যাপল স্টোর চালু করেছে।*****

*****এক দিন বাড়ল ল্যাপটপ মেলার মেয়াদ*****


ঢাকায় গত শুক্রবার শুরু হওয়া ল্যাপটপ মেলার মেয়াদ এক দিন বাড়ানো হয়েছে। এ মেলা এখন চলবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত। মেলা চলছে ঢাকার সামরিক জাদুঘর প্রাঙ্গণে।
ল্যাপটপ মেলায় নতুন প্রযুক্তির নানা পণ্যের দিকে আগ্রহ দেখাচ্ছেন দর্শক ও ক্রেতারা। হরতাল থাকা সত্ত্বেও গতকাল রোববার মেলায় দর্শক উপস্থিতি ভালোই ছিল।
তৃতীয় প্রজন্মের নেটওয়ার্ক (থ্রিজি) সুবিধার বিভিন্ন ধরনের ট্যাবলেট পাওয়া যাচ্ছে গ্যাজেট গ্যাং সেভেনের স্টলের। এই ট্যাবলেটে আছে ডুয়েল কোর প্রসেসর, ৭ ইঞ্চির পর্দা, ৮ মেগাপিক্সেল ও ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা। জেলি বিন সংস্করণের অ্যান্ড্রয়েডচালিত এই ট্যাবগুলো মেলায় আগত দর্শনার্থীদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
মেলার শুরু থেকেই ইন্টেলের আলট্রাবুকের মতো হালকা-পাতলা কিন্তু শক্তিশালী ল্যাপটপ দর্শনার্থীদের কাছে আগ্রহের সৃষ্টি করেছে। মেলায় এইচপি, স্যামসাং, তোশিবা, আসুস ব্র্যান্ডের আল্ট্রাবুক প্রদর্শন করা হচ্ছে। ব্র্যান্ডভেদে ইন্টেল কোর আই ফাইভ ও আই সেভেন প্রসেসরনির্ভর আলট্রাবুক ওজনে বেশ হালকা, পুরুত্বে ১৩ থেকে ২০ মিলিমিটারে সীমাবদ্ধ। প্রায় আট ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের আল্ট্রাবুকে। দাম তুলনামূলক বেশি হলেও নতুন প্রযুক্তির কারণে আল্ট্রাবুক দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এইচপি আল্ট্রাবুকের দাম ৬৬ হাজার টাকা, এসারের আল্ট্রাবুকের দাম ৯১ হাজার ৮০০ টাকা থেকে শুরু।
মেলায় ১.৬০ গিগাহার্টজের ৩২০ হার্ডড্রাইভের এইচপি মিনি নেটবুক পাওয়া যাচ্ছে ২৪ হাজার টাকায়। এসারের অ্যাসপায়ার সিরিজের নোটবুক পাওয়া যাচ্ছে বিশেষ ছাড়ে ২৮ হাজার টাকায়। এ ছাড়া মেলায় ক্রেতাদের কাছে ২৩ হাজার ৮০০ টাকা দামের এসারের ১০.১ ইঞ্চি পর্দার ইন্টেল অ্যাটম প্রসেসরনির্ভর নেটবুক আগ্রহ সৃষ্টি করেছে। বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপের সঙ্গে রয়েছে উইন্ডোজ-৮ অপারেটিং সিস্টেম। মেলায় কম্পিউটার গেমসপ্রেমীদের জন্য ফিফা ২০১৩ খেলার সুযোগ রয়েছে।
মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলার প্রবেশমূল্য ২০ টাকা
 

*****যারা GP সিমে PROXY দিয়ে ফ্রি unlimited net use & ডাউনলোড করেন তাদের জন্য কিছু প্রয়োজনীয় টিপস্। *****

*****অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন free internet *****

*****Dekhun Sokol Banglalink ar code*****

*****Samsung Galaxy Grand I9082 - 39,500 BDT Only !*****

*****Taletalk 2G customer upgradable offer... only 250 BDT*****

******Robi-Robi MB Transfer !!!******

*****LG Mobile Code*****

All Models Test Mode: 2945#*#
Secret Menu: 2945*#01*#
IMEI & SW (LG 510) *#07#
To Cancel all diversions #21#, #61#, #62# & #67#

*****Motorola Code*****

*#06#- Serial No IMEI
Menu+# Phone Number
Number+#-Speed Dail
*#**372# Or *#**376#-Listen FM

without earphones There are lots of similar codes exist. If you change the last number to 0 you can deactive that code.
The 3 digit number at the middle are from 0 to 999.
More codes. (EFR):Enhanced Full Rate Codec.
You can change GSM frequencies to 900/1800 by entering the enginnering model.

Following the below steps:
enter menu and press 048263* quickly, then you will enter the secret
engineering menu
under "Opcode"
input 10*0*3 for GSM 900
10*0*4 for GSM 1800 10*0*5 for GSM 1900
10*0*6 for dual band GSM 900/1800
10*0*7 for dual band GSM 850/1900
To add extra message space 4 your
Motorola C350 C450 C550 or C650,
press menu button, press 048263* quickly, then on the popup menu enter 47 press ok.

Press 50 and ok.press 1 ok.
Press 64 ok.press 1 ok.
Press 186 and ok.

*****Sony Ericsson******

Menu without SIM after pressing a wrong pin press **004*0000*0000*00000# (+ means press joystick, arrow keys or jogdial to the right and - means left.) You'll see phone model, software info, IMEI, configuration info, sim lock status, REAL time clock, total call time and text labels. You can also test your phones services and hardware from this menu (main display, camera, LED/illumination, Flash LED, keyboard, earphone, speaker, microphone, radio and vibrator tests)
IMEI Number: *#06#
Lockstatus: - * * - Shortcut to last dialed numbers: 0# Shortcut to sim numbers: On main menu type a number and press # If you change the language from default to any other language, then it may be difficult to switch to default language . The shortcut is very simple. Just press " 0000 " . stands for left arrow button or joystick and stands for right arrow button or joystick.

*****Samsung Mobile Code*****

Software version: *#9999#
IMEI number: *#06#
Serial number: *#0001#
Battery status- Memory capacity : *#9998*246#
Debug screen: *#9998*324# - *#8999*324#
LCD kontrast: *#9998*523#

Vibration test: *#9998*842# - *#8999*842#
Alarm beeper - Ringtone test : *#9998*289# - *#8999*289#
Smiley: *#9125#
Software version: *#0837#
Display contrast: *#0523# - *#8999*523#
Battery info: *#0228# or *#8999*228#
Display storage capacity: *#8999*636#
Display SIM card information: *#8999*778#
Show date and alarm clock: *#8999*782#
The display during warning: *#8999*786#
Samsung hardware version: *#8999*837#
Show network information: *#8999*638#
Display received channel number and received intensity: *#8999*9266#
*#1111# S/W Version
*#1234# Firmware Version
*#2222# H/W Version
*#8999*8376263# All Versions Together

*#8999*8378# Test Menu
*#4777*8665# GPSR Tool
*#8999*523# LCD Brightness
*#8999*377# Error LOG Menu
*#8999*327# EEP Menu
*#8999*667# Debug Mode
*#92782# PhoneModel (Wap)
#*5737425# JAVA Mode
*#2255# Call List
*#232337# Bluetooth MAC Address
*#5282837# Java Version
Type in *#0000# on a Samsung A300 to reset the language
Master reset(unlock) #*7337# (for the new samsungs E700 x600 but not E710)
Samsung E700 type *#2255# to show secret call log (not tested)
Samsung A300, A800 phone unlock enter this *2767*637#
Samsung V200, S100, S300
phone unlock : *2767*782257378#

*****Nokia Secret Codes *****

*#06#-Serial No. IMEI
*#2820#-Bluetooth Address
*#7780#-Reset
*#7370#-Format
*+CALLKey+3+powerKey-Full Restore
*#92702689#-Date of Manufacture
*#0000#-Battery Info
*#67705646# -This will clear the LCD display(operator logo).
*#0000# -To view software version.
*#746025625# -Sim clock allowed status.
*#62209526# -MAC address of the WLAN adapter.
#pw+1234567890+1# Shows if sim have restrictions.
*#3370# -Enhanced Full Rate Codec (EFR) activation.
*#3370*-(EFR) deactivation
*#4720# -Half Rate Codec activation.
*#4720* - Half Rate Codec deactivation. The phone will automatically restart If you forgot wallet code for Nokia S60 phone, use this code reset:
*#7370925538# Note, your data in the wallet will be erased. Phone will ask you the lock code. Default lock code is: 12345 Press
*#3925538# to delete the contents and code of wallet.
*#7328748263373738# resets security code. Default security code is 12345 Unlock service provider: Insert sim, turn phone on and press vol up(arrow keys) for 3 seconds, should say pin code. Press C,then press * message should flash, press * again and 04*pin*pin*pin# Change closed caller group (settings _security settings_user groups) to 00000 and use phone will sound the message tone when you are near a radar speed trap. Setting it to 500 will cause your phone 2 set off security alarms at shop exits, (works with some of the Nokia phones.) Press and hold "0" on the main screen to open wap browser.

*****আপনার মোবাইলের Themes এর Picture/tone বের করুন Blue ftp দিয়ে।। [না দেখে মিস্ করবেন না!*****

1আপনাদের মোবাইলে অনেক থিম আছেযাতে খুবই সুন্দর সুন্দর Picture/tone থাকে যা আলাদাভাবে পিকচার অথবা টোন হিসেবে পেতে ইচ্ছা করে। কিন্তু সেই পিকচার/টোন কোথাও পাওয়া যায়না। নেটে সার্চ দিয়েও পাওয়া যায়না। তাদের আর আফসোস করার প্রয়োজন নেই।
আমি আছি না??? :p
এই টিপসটা আমি এর আগে কোথাও কখনও দেখিনি তাই পোষ্টটা করলাম। কেউ যদি আগে কোথাও পোষ্ট করে থাকেন তবে রাগ করবেন না বা এখানে এসে গালাগালি করবেন না। কেননা টিপসটি কারো কাছ থেকে শেখা না,সম্পূর্ণই আমার নিজের থেকে দেওয়া। যাই হোক এবার শুরু করি।
১. প্রথমে যেভাবে আপনি Blue ftp তে প্রবেশ করেন সেভাবে প্রবেশ করুন।
২. মেমরি অথবা ফোনের যেখানে আপনার কাঙ্খিত Theme টি রেখেছেন সেই ফোল্ডারটিতে যেয়ে থিমটিতে যান।
৩. OK প্রেস করুন।
৪. দেখবেন অনেক Jpg, png, mp3, mid ফাইল আছে অথবা এর মধ্যে ২/৩ টা আছে।
৫. Ok প্রেস করে দেখতে থাকুন কোনটা কি? আর পিকচার দেখতে থাকা অবস্থায় অথবা টোন শুনতে থাকা অবস্থায় Back করতে হলে 3 বাটনে প্রেস করুন।
৬. এবার থিমটির ভেতর আপনার যেগুলো পছন্দ হয় সেগুলোর উপর* অথবা # প্রেস করুন। দেখবেন সেগুলো Mark হয়ে গেছে।
৭. 1 বাটনে প্রেস করুন। দেখবেন আপনি থিম থেকে বেরিয়ে এসেছেন।
৮. এবার সাধারণ নিয়মে আপনি যেভাবে Back করেন সেভাবে Back এ এসে আপনার পছন্দের একটি ফোল্ডারে প্রবেশ করুন।
৯. 3 বাটনে চাপ দিন।
উল্লেখ্য যে, যে কয়বার
"Allow application to read data in:....."
লেখাটি দেখাবে, সে কয়বারই আপনি Yes করবেন।
কাহিনী শেষ!
Blue ftp থেকে বেরিয়ে এসে আপনার কাঙ্খিত ফোল্ডারটিতে এসে দেখুন আপনার পছন্দের সেই Picture/tone টি পেয়ে গেছেন।
কষ্ট কইরা আপনাগো লিগা এইডা লিখছি। আপনারাও কষ্ট কইরা এট্টু কমেন্ট কইরেন। তাইলে মনডায় এডু খুশি লাগব.....

বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৩

*****অ্যাপলের স্মার্টওয়াচ*****

একই সঙ্গে কম্পিউটার, দ্বিমুখী রেডিও, ম্যাপিং যন্ত্র কিংবা টেলিভিশন হিসেবে কাজ করবে- এমন একটি হাতঘড়ি সদৃশ ডিভাইস তৈরি করছে অ্যাপল। এ ধরনের যন্ত্র সাধারণত বিজ্ঞান কল্পকাহিনী কিংবা গোয়েন্দা গল্পে দেখা গেলেও প্রথমবারের মতো ধারণাটিকে কাজে লাগিয়ে ডিভাইস ব্যবহারের পদ্ধতিকে আরেকবার বদলে দিতে চাইছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিটি। খবর নিউইয়র্ক টাইমসের।
স্মার্টওয়াচ নামে পরিচিত ডিভাইসটি তৈরি করা হচ্ছে ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের প্রধান কার্যালয়ে। কোম্পানিটির বেশ কয়েকটি সূত্র জানায়, ঘড়ির মতো দেখতে যন্ত্রটি তৈরি করা হচ্ছে বাঁকানো কাচ দিয়ে। যন্ত্রটি চলবে আইওএস অপারেটিং সিস্টেমে। ধারণা করা হচ্ছে নতুন ডিভাইসটিতে থাকবে অ্যাপলের ভয়েস অ্যাসিসট্যান্ট সিরি, তাত্ক্ষণিকভাবে দিকনির্দেশনা দিতে সক্ষম ম্যাপ সফটওয়্যার, টেক্সট আদান-প্রদান সুবিধা ও হেলথ মনিটর। সূত্রগুলো জানায়, এ ঘড়ির মাধ্যমে অ্যাপলের পাসবুক পেমেন্ট সফটওয়্যার ব্যবহারের করে আর্থিক লেনদেনও করা যাবে।
অবশ্য ঠিক কবে যন্ত্রটি বাজারে আসবে তা স্পষ্ট নয়। তবে বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন এই বৈশিষ্ট্যগুলো হাতঘড়িতে যোগ করার মতো পর্যাপ্ত প্রযুক্তি এবং মেধা অ্যাপলের রয়েছে। গত বছর কর্নিং গরিলা কাচ নির্মিত আইফোন নিয়ে আসে কোম্পানিটি। দারুণ স্থিতিস্থাপক এ কাচ সহজেই বাঁকানো সম্ভব। অ্যাপল জানায়, এর ফলে কাচ বাঁকানো নিয়ে ঝামেলা থেকে মুক্ত হওয়া গেছে। গরিলা গ্লাসের ওপর নির্ভর করেই অ্যাপলের প্রকৌশলীরা তৈরি করেছেন উইলো গ্লাস; বাতাসে যেটি কাগজের মতোই নড়তে পারে, ভেঙে যাওয়ার কোনো আশঙ্কা ছাড়াই।
কর্নিং গ্লাস টেকনোলজিসের প্রধান প্রযুক্তি কর্মকর্তা পিট বোকো জানান, এক দশকেরও বেশি সময় ধরে নমনীয় কাচ তৈরি নিয়ে গবেষণা চলছে। সম্প্রতি এটি উদ্ভাবন করা হয়েছে। বোকো বলেন, যেকোনো বেলন আকৃতির গায়েই এ কাচটি জড়িয়ে দেয়া সম্ভব। আর সেটা হতে পারে মানুষের হাত। এ মুহূর্তে যদি ঘড়ির মতো কিছু বানাতে চাই, তো এই কাচ দিয়ে সহজেই তা বানানো সম্ভব।
বোকো অবশ্য জানান, ভাঁজ করা যাবে এমন যন্ত্র তৈরিতে এখন পর্যন্ত বেশ কিছু প্রকৌশলগত সীমাবদ্ধতা রয়েছে। কারণ মানুষের শরীর এমনভাবে নড়ে যে, প্রতিটি অঙ্গভঙ্গির সঙ্গে নড়বে এমন নমনীয় কিছু তৈরি করা কঠিনই বটে।
অবশ্য অ্যাপলের ঘড়ি নিয়ে মাতামাতি এবারই প্রথম নয়। গত বছরই চীনা যন্ত্রপাতি সাইট টেক ডট ১৬৩ জানায়, ব্লুটুথযুক্ত ১ দশমিক ৫ ইঞ্চি স্ক্রিনের ঘড়ি বানাচ্ছে অ্যাপল।
বাজার গবেষণা প্রতিষ্ঠান ফরেস্টারের বিশ্লেষক সারাহ রটম্যান অ্যাপস বলেন, এ খাতের জন্য পর্যাপ্ত প্রযুক্তি আর জনবল সংগ্রহ করেছে অ্যাপল। আইফোনের আনুষঙ্গিক যন্ত্রপাতি সরবরাহকারীদের সঙ্গে নিয়ে এ কাজ করছে কোম্পানিটি। আর তাতে পরিধানযোগ্য কম্পিউটারের বাজারে শীর্ষস্থান দখলের দিকে নীরবে এগিয়ে যাচ্ছে তারা। পরিধানযোগ্য কম্পিউটার এবং স্মার্টফোনের বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে ধরা হয় সারাহকে।
তিনি বলেন, দীর্ঘমেয়াদে পরিধানযোগ্য কম্পিউটারকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই অ্যাপলের। যে হারে যন্ত্রের বহুমুখী ব্যবহার বাড়ছে, তাতে মানব শরীর কম্পিউটারের জন্য বিশাল একটি ক্যানভাসে পরিণত হয়েছে। তবে অ্যাপলের পরিধানযোগ্য নতুন যন্ত্রটির উন্নয়ন কতটা এগিয়ে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
বিনিয়োগকারীরা অবশ্য আইওয়াচের মতো পণ্যকে সাদরে গ্রহণ করতে অপেক্ষা করছেন। বিনিয়োগকারীদের কেউ কেউ মনে করছেন, এক দশকের মধ্যেই স্মার্টফোনের বিকল্প হয়ে উঠবে এ পণ্যটি।
পিপার জেফরির বিশ্লেষক জিন মানস্টার বলেন, ‘আমাদের বিশ্বাস প্রযুক্তি এমন পর্যায়ে পৌঁছবে যখন ভোক্তারা ট্যাবলেটের পাশাপাশি চশমা কিংবা ঘড়ির মতো পরিধানযোগ্য কম্পিউটার ব্যবহারে সক্ষম হবেন। এসব যন্ত্রের মাধ্যমে সহজেই ভয়েস কল, টেক্সট মেসেজ, কুইক সার্চ কিংবা নেভিগেশন করতে সক্ষম হবেন তারা। আর যন্ত্রগুলো হবে আইফোনের চেয়ে সস্তা। আর তাতে উদীয়মান বাজারগুলো সহজেই ধরতে পারবে অ্যাপল।’
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক অবশ্য বরাবরই পরিধানযোগ্য কম্পিউটারের পক্ষে। নিয়মিতভাবে নাইকি ফুয়েলব্যান্ড পরেন তিনি। এই ব্রেসলেটের মতো যন্ত্রটি আইফোন অ্যাপের মাধ্যমে তথ্য বিনিময় করে ব্যবহারকারীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে পারে।
গত বছর রেটিনায় তথ্য পাঠাতে সক্ষম চোখের ওপর স্থাপনযোগ্য একটি ডিসপ্লের পেটেন্টের জন্য আবেদন করে অ্যাপল। আর ছোট যন্ত্র বানাতে অ্যাপলের জুড়ি নেই। আইপড ন্যানো এতই ছোট যে, সেটাকে একটি বড় আকৃতির পিঁপড়া বলে মনে হতে পারে।
শুধু পরিধানযোগ্য কম্পিউটারই নয়, বড় আকৃতির যন্ত্রেরও উন্নয়ন করছে অ্যাপল। কোম্পানির একাধিক সূত্রে জানা যায়, বিশেষ ধরনের টেলিভিশন এবং গাড়ি তৈরির দিকেও মনোযোগ রয়েছে কোম্পানিটির।

*****ডাউনলোড করা যাবে মাইক্রোসফটের নতুন সংস্করণ অফিস ৩৬৫ *****

মাইক্রোসফটের নতুন সংস্করণ অফিস ৩৬৫,office 365৩০ জানুয়ারী  সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের নতুন অফিস সংস্করণ অফিস ৩৬৫ সবার জন্য চালু করা হয়েছে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও এ সংস্করণ ব্যবহার করা যাবে। সর্বোচ্চ পাঁচটি ডিভাইসে এ সংস্করণ ব্যবহারের জন্য ব্যয় করতে হবে বছরে ১০০ ডলার। নতুন এ সংস্করণ দিয়ে অনলাইনে গুগলের অফিস অ্যাপের সঙ্গে মাইক্রোসফট পাল্লা দেবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। খবর রয়টার্সের।
নতুন এ সংস্করণ সম্পর্কে মাইক্রোসফটের অফিস বিভাগের প্রধান কার্ট ডেলবেনে এক ফোনালাপে রয়টার্সকে বলেন, নতুন সংস্করণটি অনেক দিক দিয়েই বৈচিত্র্যময়। অনলাইনেও এটি চালানোর সুযোগ রয়েছে। ফলে যে কেউ যেকোনো জায়গা থেকে এটি ব্যবহার করতে পারবেন।
অফিস ২০১০ এর পর এ বছরই নতুন অফিস সংস্করণ আনল মাইক্রোসফট। অবশ্য গত ডিসেম্বরেই বড় বড় কোম্পানিগুলোর জন্য সফটওয়্যারটি ব্যবহারের সুযোগ করে দেয়া হয়েছিল।
নতুন সংস্করণটি নিয়ে ইতিবাচক মন্তব্যই করেছেন ব্যবহারকারীরা। নতুন সংস্করণটি টাচস্ক্রিনচালিত হার্ডওয়্যারে ব্যবহারের পর ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ছাত্র কুয়িচি আরমগা বলেন, এটিকেও টাচ ডিভাইসের উপযোগী করে বানানো হয়েছে। এদিকে এভারগ্রিন স্টেস কলেজের গণযোগাযোগ বিভাগে অধ্যয়নরত হেরেমি পেইন বলেন, এটি দারুণ। বিশেষ করে এর পাওয়ার পয়েন্ট অ্যাপটি অসাধারণ।
সংস্করণটির জন্য কোনো সিডি কিনতে হবে না। অনলাইন থেকেই এটি ডাউনলোড করে নেয়া যাবে। এরপর ডিভাইসে ইনস্টল করার পর এটি নিয়মিত হালনাগাদ করে নেয়া যাবে। অফিসের সংস্করণটিকে টাচ ডিভাইসের দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়া হিসেবে উল্লেখ করেছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বলমার। তিনি বলেন, উইন্ডোজ ৮-এর সঙ্গে তাল মেলানোর উপযোগী হিসেবে সফটওয়্যারটিকে তৈরি করা হয়েছে।
অফিস ৩৬৫এ ওয়ার্ড ও এক্সসেলে খুব একটা পরিবর্তন আসেনি। সফটওয়্যারটিতে প্রথমবারের মতো অনলাইন ভিডিও কলিং সেবা যোগ করা হয়েছে। ফলে অফিস সফটওয়্যারের মাধ্যমে স্কাইপেতে যোগাযোগ করতে পারবেন ব্যবহারকারীরা।
সফটওয়্যারটি তৈরির পেছনে প্রায় আড়াই বছর সময় দিয়েছে মাইক্রোসফট। অফলাইনের পাশাপাশি অনলাইনেও অফিসের আধিপত্য ধরে রাখার প্রচেষ্টা হিসেবে মাইক্রোসফট এটি তৈরি করেছে। বর্তমানে অনলাইনে মাইক্রোসফটের অফিস অ্যাপের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে গুগলের অফিস অ্যাপ। এটির মাধ্যমে বিনামূল্যেই ওয়ার্ড, এক্সসেল ও পাওয়ার পয়েন্টের সুবিধা পাওয়া যায়। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর এটি ব্যবহারের জন্য বছরে ব্যয় করতে হয় ৫০ ডলার, যা মাইক্রোসফটের অর্ধেক।
তার পরও গুগলের অ্যাপের সঙ্গে মাইক্রোসফটের নতুন অফিসের প্রতিদ্বন্দ্বিতা দারুণ জমবে বলে মনে করেন কারেন্ট অ্যানালাইসিসের গবেষণা পরিচালক অভি গ্রিনগার্ট। তিনি বলেন, মাইক্রোসফটের অফিস যতটা কার্যকর, ততটা কার্যকর এখনো গুগলের অফিস অ্যাপ হয়ে উঠতে পারেনি।